চীনকে ঠেকাতে মিত্রদের সঙ্গে জোট গড়বে যুক্তরাষ্ট্র


Dhaka | Published: 2021-12-15 09:16:23 BdST | Updated: 2025-05-25 19:40:28 BdST

চীনের দখলদারিত্ব ও ‘আগ্রাসন’ ঠেকাতে এশিয়ার মিত্রদেশগুলোকে নিয়ে জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ায় এক কর্মসূচিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই ঘোষণা দেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাষ্ট্রীয় সফরে এখন ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার দক্ষিণপূর্ব এশিয়ায় সফরে আছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের সময় এই অঞ্চলের মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা মেটানোই এই সফরের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যে কোনো আগ্রাসন ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে প্রস্তুত।’

ব্লিনকেন দক্ষিণ চীন সাগরসহ পুরো ইন্দো-প্রশান্ত অঞ্চলকে ‘সবচেয়ে গতিশীল’ অঞ্চল বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইন্দো-প্রশান্ত অঞ্চলে আইনের শাসন বজায় রাখা ও এই এলাকায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করতে গত কয়েক দশকের যে অর্জন, তা ধরে রাখতে যুক্তরাষ্ট্র তার সব এশীয় মিত্র ও অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করবে।’

প্রসঙ্গত,গত কয়েক বছর ধরে চীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ দক্ষিণ চীন সাগরে অন্যায়ভাবে নিজেদের দখলদারিত্ব বাড়াচ্ছে বলে অভিযোগ সাগরের উপকূলবর্তী দেশ জাপান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার। এটা কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার তিক্ত কূটনৈতিক সম্পর্ক তীব্রতর হয়েছে।

তবে বেইজিংয়ের দাবি- তারা কেবল দক্ষিণ চীন সাগরে নিজের সীমানাভূক্ত এলাকার নিরাপত্তা বিধান করছে এবং অন্য দেশের জলসীমা দখলের কোনো অভিপ্রায় তাদের নেই।

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এই অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া। তার পরিবর্তে তারা এই অঞ্চলে বিভেদ উস্কে দিচ্ছে।’