পরমাণু অস্ত্র বিরোধী প্রচারণার জন্য শান্তিতে নোবেল পেলো আইসিএএন


বিশ্ব টাইমস | Published: 2017-10-06 21:42:13 BdST | Updated: 2025-05-25 10:49:48 BdST

শান্তিতে এবারের নোবেল জয় করল পরমাণু অস্ত্রনিরোধী প্রচারকারী আন্তর্জাতিক সংগঠনগুলোর মোর্চা ইন্টারন্যাশনাল কম্পেইন টু অ্যাবলিস নিউক্লিয়ার উইপনস (আইসিএএন)।

স্থানীয় সময় শুক্রবার সকালে নরওয়ের নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করে। বিজয়ী সংগঠন আইক্যানের সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়।

বিজ্ঞাপন

এবছর শান্তিতে নোবেলজয়ী কে হতে পারেন, তা নিয়ে বরাবরের মতোই বিস্তর আলোচনা ছিলো। ৩১৮ জন সুপরিচিত ও অপরিচিত প্রার্থীর মধ্যে থেকে নির্বাচক প্যানেল বেছে নেন নোবেলজয়ীর নাম। নোবেল কমিটির নিয়ম অনুসারে, প্রতিবছর নমিনেশন পাওয়া প্রার্থীদের নাম পরবর্তী ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। কিন্তু এবছর যারা নমিনেশন পাঠান সেই সব সাবেক নোবেলজয়ী, রাজনীতিক এবং প্রতিষ্ঠানগুলো বার বার তাদের প্রার্থীর নাম উন্মুক্ত করে দেন। এই তথ্যগুলোর সত্যতা রয়েছে যেমন রয়েছে তেমনই ভুয়া খবরও ছড়ায়।

এবছর যেসব মানুষ ও প্রতিষ্ঠানের নমিনেশনের গুজব বা সত্যিকার খবর পাওয়া যায় তারা হলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জুলিয়ান অ্যাসাঞ্জ, লিওনার্দো ডিক্যাপ্রিও, জো কক্স, দি বুলগেরিয়ান অর্থোডক্স চার্চ, ডেভিড বোয়ি, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প। প্রতিবছর এই তালিকা তৈরি করে নরওয়ের পিস রিসার্চ ইন্সটিটিউট অসলো।

এবছর সম্ভাব্য শান্তিতে নোবেলজয়ী কে কে হতে পারেন সেই তালিকা প্রকাশ করে গার্ডিয়ান। সেখানে জোড়ালোভাবে যেসব ব্যক্তি বা সংস্থার নাম উঠে আসে তারা হলেন, জাভেদ জারিফ ও ফেদরিকা মোগেরিনি, দি হোয়াইট হেলমেট এবং তাদের নেতা রাইদ আল সালেহ, ক্যান দুনদার এবং কুমহুরিয়েট, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, অ্যাঙ্গেলা মেরকেল, পোপ ফ্রান্সিস, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, রাইফ বাদাই।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার জয় করেছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।বহুল প্রত্যাশিত একটি শান্তি চুক্তির মধ্য দিয়ে প্রায় ৫২ বছরের রক্তাক্ত সংঘাতের ইতি টানার জন্য তিনি এই স্বীকৃতি পান।কলম্বিয়ায় ৫২ বছরের ওই সংঘাত ২ লাখ ৬০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

এর আগের বছর ২০১৫ সালে শান্তিতে নোবেল পান তিউনিসিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করা সংগঠন ‘তিউনিসিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট’।

১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। এবারেরটিসহ এ পর্যন্ত শান্তিতে ৯৮টি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। নোবেল পুরস্কারের চারটি ক্যাটাগরির বিজয়ী সুইডিশ নোবেল কমিটি ঘোষণা করলেও শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা নরওয়ে কমিটি দিয়ে থাকে।

টিআর/ ০৬ অক্টোবর ২০১৭