মুর্শিদাবাদে এখনও নেই কোনো বিশ্ববিদ্যালয়!


টাইমস অনলাইনঃ | Published: 2017-10-15 21:17:48 BdST | Updated: 2025-05-25 09:08:31 BdST

বাংলাদেশ, পশ্চিমবাংলা, বিহার আর উড়িষ্যা মিলে ছিলো সুবে বাংলা বা, বৃহত্তর বাংলা। রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই বাংলার রাজধানীতে আজো নেই বিশ্ববিদ্যালয়।

ভারত স্বাধীনতার ৭০ বছরেও মুর্শিদাবাদের ৮০ লাখ মানুষ পায় নি কোন বিশ্ববিদ্যালয় । শিক্ষার হার ভারতের জাতীয় গড় ও পশ্চিম বাংলার রাজ্য গড় উভয়ের চেয়ে উল্লেখযোগ্যহারে কম।

বিজ্ঞাপন

ভারতের ৮ম বৃহত্তম এই জেলাটিতে শিক্ষা ও রাষ্ট্রীয় সুযোগের উল্লেখযোগ্য হারে কম বলেও অভিযোগ দীর্ঘদিনের ।

এবার তাই ধৈর্যের বাঁধ ভেগেছে মুর্শিদাবাদের মানুষের। একটা পূর্ণা্গ সরকারী বিশ্ববিদ্যালয়ের জোড় দাবি উঠেছে ব্রিটিশ-পূর্ব বাংলার রাজধানীতে।

স্টুডেন্ট ইসলামিক ওর্গানাইজেশন অব ইন্ডিয়ার উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন পোগ্রাম, পলিসি, সাক্ষর গ্রহণ কর্মসূচি।

হিন্দু- মুসলিম নির্বিশেষে মুর্শিদাবাদের আবালবৃদ্ধ-বনিতা যোগ দিয়েছে আন্দোলনে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে wewantuniversityatmurshidabad, হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছে প্রচারণা।

অনলাইনে পিটিশনের জন্য খোলা হয়েছে ওয়েবসাইট ।

এ আন্দোলনের একজন সংগঠক ও স্টুডেন্ট ইসলামিক ওর্গানাইজেশন অব ইন্ডিয়ার মুর্শিদাবাদ শাখার সভাপতি ইমাম হোসেন বলেন, ‘আমরা মুর্শিদাবাদে একটা পূর্ণ বিশ্ববিদ্যালয় চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’।

উল্লেখ্য, মুর্শিদাবাদ জনসখ্যায় বুলগেরিয়ার সমান বা যুক্তরাষ্ট্রের ওয়াশিটন স্টেটের চেয়ে বড় । এই জেলাটি ভারতের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৭০% মুসলিম অধ্যুসিত এই জেলার শিক্ষার হার ভারতের জাতীয় গড় ও পশ্চিমবঙ্গের রাজ্য গড় উভয়ের চেয়ে উল্লেখযোগ্য হারে কম।

এমএসএল