নবীনের অপেক্ষায় রং-তুলিতে সাজছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


Nafis Mohammad | Published: 2024-10-21 08:14:04 BdST | Updated: 2024-12-04 03:52:35 BdST

শিক্ষাজীবন আর ক্যারিয়ারের জন্য এক গুরুত্বপূর্ণ সময় বিশ্ববিদ্যালয় জীবন। মুক্তবুদ্ধির চর্চা আর যুক্তিশীলতার সমন্বয়ে সমাজ ও দেশের জন্য এক আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে গঠনের এক মূল্যবান সময় এটা। নতুন পরিবেশে এসে উৎসুক মননে কেউ আবার ছুটে বেড়ায় জ্ঞানের রন্ধ্রে রন্ধ্রে। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য ভর্তি পরীক্ষা নামক এক বিশাল জ্ঞানের যুদ্ধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করে একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থী। স্বভাবতই নবীন শিক্ষার্থীদের কাছে উচ্ছ্বাস আর আনন্দের মূহুর্ত হয়ে উঠে এই জীবনের সূচনালগ্ন।

কোন ডিপার্টমেন্ট সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে পারে, এ যেন এক অঘোষিত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায়
বরাবরের মত এবছরেও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে নব উদ্যমে সেজে উঠছে দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)।

সোমবার (২১ অক্টোবর) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তথা বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে। নবীনদের পদচারণাকে সামনে রেখে আগেভাগেই বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ সাজানো, আল্পনা অঙ্কনে ব্যস্ত সময় পার করছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১২ ব্যাচ) শিক্ষার্থীরা। তারা নানা রঙের ফুল, বেলুন আর রং-তুলির আঁচড়ে সাজিয়ে তুলছে ডিপার্টমেন্টের ভেতর বাহির। পাঠ্যবিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ চিত্রকর্ম ও মনীষীদের বিভিন্ন উক্তি অঙ্কন করে নতুন রূপে সাজাচ্ছে দেয়াল। এছাড়াও মিলছে রং তুলির ছোঁয়ায় আঁকা আল্পনার চিত্র।

বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সজীব হোসেন বলেন, আমরা চাই আমাদের সাথে জুনিয়রদের সম্প্রীতির সম্পর্ক হোক। তারা আমাদেরকে সিনিয়র হিসেবে আমাদের প্রাপ্য সম্মানটুকু দিবে, আমরা তাদের পড়াশোনায় সার্বিক সহযোগিতা করবো। তারা যেন দেশ ও জাতির জন্য নিজেকে সম্পদে রূপান্তরিত করতে পারে এই চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে জুনিয়রদের মধ্যে যে র্্যাগিং এর ভীতি থাকে, এই অপ্রিয় শব্দটা আমরা ব্যবহার করতে চাই না, বরং তাদের মনস্তাত্ত্বিক সব ধরণের সহযোগিতা দিয়ে পাশে থাকবো। যাতে তারা নিজেদের কাঙ্খিত স্বপ্ন পূরণে সচেষ্ট হয়।

সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস নিসা বলেন, জুনিয়রদের আগমন কেন্দ্র করে একদিকে ভালো লাগছে, তারা যেন সিনিয়র হিসেবে আমাদের সম্মান প্রদর্শন করে এই প্রত্যাশা। অন্যদিকে এতো তাড়াতাড়ি জুনিয়র পদ ছাড়তে ভালো লাগছে না। তবুও এইযে তাদের জন্য কষ্ট করে ক্লাসরুম সাজাচ্ছি এটাই ভালোলাগা।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট ১৫৭০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।