বাঙলা কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা


Desk report | Published: 2024-08-13 19:29:37 BdST | Updated: 2024-12-15 00:20:23 BdST

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা৷

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে৷ এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, বাঙলা কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সকাল থেকে কলেজ ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন সাধারণ শিক্ষার্থীরা বিকেলে হঠাৎ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন আহত হন৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে৷

বাঙলা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাব্বির বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায়৷ তাদের কারও পরিচয় পাওয়া যায়নি৷ তবে হামলাকারীদের একজন শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে৷ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে৷

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বাঙলা কলেজের সামনে সেনাবাহিনীর টহল টিম পৌঁছাতে দেখা গেছে।