
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মো. মুনিরুল ইসলাম এবং সামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ নামে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকাল ১১টায় উপাচার্য লাউঞ্জে পিতা-মাতার নামে এ ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ১০ লাখ টাকার একটি চেক কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেছেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ট্রাস্ট ফান্ডের দাতা ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সহোদররা উপস্থিত ছিলেন। ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাবির প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের দুইজন অনাথ ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
প্রয়াত মো. মুনিরুল ইসলাম বিএডিসির মহাব্যবস্থাপক ছিলেন। মিসেস সামসুন্নাহার বেগম ২০১৩ সালে আজাদ প্রোডাক্টস সম্মানসূচক ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড লাভ করেন।