পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে হবে


DU Correspondent | Published: 2024-05-22 19:00:31 BdST | Updated: 2024-06-16 09:42:54 BdST

পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থী ও তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার (২২ মে) দুপুরে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী ২৪তম জাতীয় রিনিউয়েবল এনার্জি সম্মেলন ও গ্রিন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ‘পলিসি ফ্রেমওয়ার্ক ফর এনাবলিং রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট: এ গ্লোবাল অ্যান্ড রিজিওনাল পার্সপেক্টিভ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, নবায়নযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশকে সবধরনের দূষণ থেকে মুক্ত রাখতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করতে হবে। গ্রিন এনার্জি উৎপাদনের ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও বাড়াতে হবে।

এছাড়া তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য শক্তি ও পরিবেশ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা যেতে পারে। এ ব্যাপারে আমরা সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা প্রত্যাশা করি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে উন্নত বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানাই। কার্বন নিঃসরণের জন্য মূলতঃ উন্নত দেশগুলোই দায়ী। বৈশ্বিক পরিবেশ রক্ষায় তাদের মুখ্য ভূমিকা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এ লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পেশাজীবী ও গবেষকদের প্রতি আহ্বান জানাই।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সিইও মো. আলমগীর মোরশেদ, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল আক্তার এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনিরা সুলতানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

গ্রিনটেক ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মেলন আয়োজন করা হয়। গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ও বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার খোন্দকার মোর্শেদ মিল্লাত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস্। ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রিনটেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান।