আন্দোলনের মুখে শেখ ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ


টাইমস ডেস্ক | Published: 2018-06-24 17:08:50 BdST | Updated: 2024-04-19 09:29:55 BdST

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিকবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিরঞ্জন কুমার সানাকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২১জুন এই নিয়োগাদেশ দিয়ে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, এই নিয়োগের মেয়াদ হবে ৪ বছরের জন্য। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তার এই নিয়োগ বাতিল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজ। ২০১৭ সালের ২৫ মে এটিকে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।

পরবর্তীতে ২০১৭ সালের ২০ নভেম্বর কলেজটিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে বিল আকারে জাতীয় সংসদে পাস করা হয়।

কিন্তু ভিসি নিয়োগ না দেয়ায় শিক্ষার্থীদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ গিয়ে পরীক্ষা দিতে হতো। এতে ভোগান্তির অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

নবনিযুক্ত ভিসি ড. নিরঞ্জন কুমার সানা মুঠোফোনে বলেন, আমাকে ভিসি নিয়োগদানের প্রজ্ঞাপন জারির কথা শুনেছি। তবে প্রজ্ঞাপনের কপিসহ আদেশ এখনো হাতে পাইনি। হাতে পেলেই ভিসি হিসেবে যোগদান করব।

টিআই/ ২৪ জুন ২০১৮