বিয়ে খেয়েই দেশে ফিরে গেলেন সানি লিওন


Desk report | Published: 2022-03-13 23:11:41 BdST | Updated: 2024-12-09 00:53:15 BdST

বলিউড অভিনেত্রী সানি লিওন। শনিবার (১২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।

পরে আরেক পোস্টে এই অভিনেত্রীকে সংগীতশিল্পী তাপস ও তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।’ এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীতশিল্পী তাপসের ইনস্টাগ্রাম আইডি।

জানা গেছে, তাপসের মেয়ের বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষ করে রোববার (১৩ মার্চ) সকাল ৯ টায় ঢাকা ছেড়ে উড়াল দিয়েছেন তিনি।

একটি বিশেষ বিমানে ইন্ডিয়া যাত্রা করেন তিনি। এসময় তার সঙ্গে স্বামী ড্যানিয়েলসহ আরও চারজন সহকর্মী ছিলেন।

এর আগে কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির কন্যার বিয়ে উপলক্ষে শনিবার বিকেলে ব্যক্তিগত বিমানে ঢাকায় আসেন সানি লিওন। তার আগমনে দেশজুড়ে হইচই পড়ে যায়।

তবে এই সফরে আরও এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নার্গিস ফাখরি, নুশরাত জাহান, যশ মিমি চক্রবর্তী। বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে রাখেন কৈলাশ খের। এসময় নাচে অংশ নেন সানি লিওন ও নার্গিস ফাখরি।