৮ বছর পর চিরকুটের নতুন অ্যালবাম, নাম ‘ভালোবাসাসমগ্র’


ডেস্ক নিউজ | Published: 2025-05-13 12:50:06 BdST | Updated: 2025-05-25 08:34:17 BdST

দীর্ঘ ৮ বছর পর প্রকাশ পাচ্ছে ব্যান্ড চিরকুটের নতুন অ্যালবাম, শিরোনাম ‘ভালোবাসাসমগ্র’। এটি তাদের চতুর্থ অ্যালবাম। শ্রোতাদের চমকে দিয়ে এরই মধ্যে ‘দামী’ নামে নতুন অ্যালবামের একটি গানও প্রকাশ করেছে চিরকুট।

এই গানে শত প্রতিকূলতা পাশ কাটিয়ে মায়া-মমতা আর অটুট বন্ধনের এক দৃঢ় বার্তা ফুটে উঠে। গানটির কথাগুলো এমন—‘তুমি যত পুরনো হবে ততই আমার কাছে দামী/ ভালোবাসার এই ভাষাটুকুই শিখেছি আমি।’

বিজ্ঞাপন

প্রথমদিকে এই অ্যালবামের শিরোনাম ছিল ‘পেন্ডুলাম’, তবে নামটি যে পরিবর্তন হবে—সেই কথা অনেক আগেই জানিয়েছিলেন চিরকুটের সদস্যরা।

চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি জানান, নতুন অ্যালবামে থাকছে ১০টি গান, যার মধ্যে দামী ইতিমধ্যে প্রকাশিত। বাকি গানগুলো ইউটিউবে প্ল্যাটফর্মে এক-দুদিনের মধ্যেই প্রকাশ পাবে।

দামী প্রকাশ করে সামাজিকমাধ্যম ফেসবুকে ব্যান্ডটি লিখেছে, আমাদের ৪র্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’র প্রথম গান। এই অ্যালবামে আমাদের অন‍্যতম ভালোলাগার গান। আপনাদের কাছে ভালো লাগলে আমাদের ঘুমহীন দিনরাতগুলো সার্থক হবে।

এর আগে ২০১৭ সালে তৃতীয় অ্যালবাম ‘উধাও’ প্রকাশ করেছিল চিরকুট। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’, ‘কাঁটাতার’সহ মোট ৬টি গান ছিল।

বিজ্ঞাপন

ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন শারমিন সুলতানা সুমি (ভোকাল), পাভেল আরীন (ড্রামার, মিউজিক ও সাউন্ড প্রডিউসার), দিব্য (লিড গিটার), শুভ্র (রিদম গিটার), ইশমাম (বেস গিটার), প্রান্ত (সেতার, মেন্ডোলিন, গিটার) ও ইয়ার হোসেন (হারমোনিয়াম ও কি-বোর্ড)।