এনএসটি ফেলোশিপ পাচ্ছেন ববির ৩১ শিক্ষার্থী


Nafis | Published: 2025-02-10 16:30:28 BdST | Updated: 2025-03-26 18:06:19 BdST

ববি প্রতিনিধি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৪-২৫’ (এনএসটি) পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩১ শিক্ষার্থী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে ৩ জন, বায়োকেমিস্টি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে ৪ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১ জন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে ১ জন এবং রসায়ন বিভাগ থেকে ১০ জন রয়েছেন।


উল্লেখ্য, ফেলোশিপপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা পাবেন। ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।