ঢাবি ভর্তি পরীক্ষায় আবেদন তিন লাখ, ৩০ কোটি টাকা ফি আদায়


DU Correspondent | Published: 2023-03-21 22:34:08 BdST | Updated: 2024-03-29 04:14:36 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। এবার প্রতি আবেদনের ফি ছিল ১ হাজার টাকা। ফলে আদেবন থেকে প্রায় ৩০ কোটি টাকা ফি আদায় করেছে ঢাবি।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত সব ইউনিট মিলিয়ে ভর্তির আবেদন পড়েছে ২ লাখ ৯৮ হাজার ৪২৯টি। এরমধ্যে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে ১ লাখ ২২ হাজার ৮৮৫ জন, বিজ্ঞান অনুষদে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জন, চারুকলা অনুষদে ৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আবেদন ফি ১ হাজার টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরমধ্যে ৩৩ টাকা ভ্যাট ও ট্যাক্স। বাকি ৯৬৭ টাকার মধ্যে ইউজিসি আদায় করবে ৪০ শতাংশ৷

আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

//