'ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচিত হোক মেধা ও যোগ্যতার নিরিখে'


গোলাম রাব্বানী | Published: 2017-11-08 04:19:10 BdST | Updated: 2024-05-13 18:22:07 BdST

গঠনতন্ত্র মোতাবেক সময়মত সম্মেলন অনুষ্ঠান এর সাংবিধানিক বাধ্যবাধকতার আলোচনা-পর্যালোচনা, পক্ষে-বিপক্ষে আদর্শিক বনাম সুবিধাবাদীদের যুক্তির্কের পসরা নিয়মিতই সাজানো হচ্ছে। তো এর সাথে আর একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা-পর্যালোচনা আবশ্যক বলে মনে করছি।

বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি-সেক্রেটারি নির্বাচনে আঞ্চলিক ভাগবাটোয়ারার একটা জুজু দেখতে/শুনতে পাই। আকাশ-বাতাস ভারী করে শুনেছি, ত্যাগী-মেধাবী-যোগ্য অথচ বঞ্চিতদের বুকফাটা আর্তনাদ-হাহাকার-চাপা কান্না!
একজন ছাত্রলীগ কর্মীর মেধা-মনন, ত্যাগ-শ্রম, যোগ্যতা ‘আঞ্চলিকতা’র নিক্তিতে কিভাবে পরিমাপ করা যেতে পারে তা আমার বোধগম্য নয়! সব উপেক্ষা করে এমন জোনাল হিসেব-নিকেশ প্রাধান্য পেলে ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়ে আসা, ‘জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো’ ভাবসম্প্রসারণটি যেমন অসাড়-অর্থহীন মনে হবে, তেমনি ‘সারভাইবাল ফর দ্যা ফিটেস্ট’ নামক চিরন্তন সত্যকেও অন্যায়ভাবে অস্বীকার করা হবে!

ছাত্রলীগ এর নেতা হবে আদর্শের প্রতি দৃঢ়তা, মেধার পরিস্ফুটন, স্বীয় অভিজ্ঞতা, কর্ম দক্ষতা, ত্যাগ, সাহসিকতা, মানবিকতা, কর্মীদের প্রতি কমিটমেন্ট এর মতো আবশ্যিক গুণাবলীর ভিত্তিতে। এরসাথে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আর অগ্রজদের ভালোবাসা-আশীর্বাদটা বোনাস পয়েন্ট। ইতিহাস কিন্তু তাই বলে।

যার যৌবনের উত্তাপে ছাত্রলীগ ভূমিষ্ঠ, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই জেলা থেকে ছাত্রলীগ এর সভাপতি-সেক্রেটারি নির্বাচন করেছিলেন। মাজহারুল ইসলাম বাকী যখন ভারপ্রাপ্ত সভাপতি, আব্দুর রাজ্জাক তখন সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধুর সে সিদ্ধান্তে আঞ্চলিকতা নয় আদর্শ, দক্ষতা, সাহসিকতা, ডেডিকেশন ছিলো মুখ্য।

বাংলাদেশ ছাত্রলীগ এর অহংকার, যোগ্যতম ও সবচেয়ে মেধাবী সাবেক সভাপতি, বর্তমান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ছাত্রলীগ সংশ্লিষ্ট বক্তব্যে প্রকাশ্য বলে থাকেন, “যোগ্যতা থাকলে একই জেলা তো বটেই, একই থানা এমনকি একই ইউনিয়ন থেকে কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারি দুই জনই নির্বাচিত হতে পারেন, এতে কোন বাঁধা নেই।”

জননেত্রী শেখ হাসিনা একই জেলায় বাড়ি হওয়া সত্বেও এনামুল হক শামীম ভাই এর পরে বাহাদুর ব্যাপারী ভাই-কে কেন্দ্রীয় ছাত্রলীগ এর সভাপতি নির্বাচিত করেছিলেন শুধুমাত্র মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়েই।

প্রত্যাশা রাখি, সকল ব্যক্তিস্বার্থের জোনাল হিসেবনিকেশ হিমঘরে পাঠিয়ে অনাগত আগামীতে জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ছাত্রলীগ এর নেতৃত্ব নির্বাচিত হবে কেবল মেধা ও যোগ্যতার নিরিখে। সব ব্যর্থতা-গ্লানি ঝেড়ে ফেলে আবার ফিরে আসবে ছাত্রলীগ এর গর্বের সোনালি অতীত

লেখক:
গোলাম রাব্বানী 

শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক

বাংলাদেশ ছাত্রলীগ