বিভাগ ও আবাসিক হলে কম্পিউটার ল্যাব স্থাপন হবে: জাবি উপাচার্য


Desk report | Published: 2023-12-07 20:27:15 BdST | Updated: 2024-07-27 09:41:14 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও বিভাগে বিশ্বমানের কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।

উপাচার্য বলেন, লেকচার থিয়েটার হলের কাজ শেষ হইলে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাসরুম সংকট থাকবে না। এছাড়া আমরা শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রতিটি হল ও বিভাগে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, প্রক্টর অধ্যাপক ফিরোজ আ-স-ম উল- হাসান, সাংবাদিক সমিতির সভাপতি আরিফুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ সাংবাদিক সমিতির সদস্যরা।