রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ন্যূনতম সিজিপিএ ৩.৫


RU Correspondent | Published: 2022-09-16 06:07:00 BdST | Updated: 2024-03-28 14:30:58 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগ নীতিমালা-২০২২ আইন পাস হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ফলাফল ন্যূনতম সিজিপিএ ৩.৫ থাকতে হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় নিয়োগ নীতিমালার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নীতিমালা-২২ অনুমোদিত হয়েছে। এ নিয়োগ নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নতুন এ নীতিমালা অনুসারে শিক্ষক পদে আবেদনের জন্য অনার্স ও মাস্টার্স ফলাফল ন্যূনতম সিজিপিএ ৩.৫ এবং বিভাগে মেধাক্রম এক থেকে সাত এর মধ্যে থাকতে হবে।

তিনি আরও বলেন, এছাড়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যদি কোনো প্রার্থীর অনার্স ও মাস্টার্সের ফল ৩.৫ না থাকে, সেক্ষেত্রে তা শিথিলযোগ্য হবে। তবে সেটা ইউজিসি প্রদত্ত শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসারে গণ্য করা হবে।

 

জানা যায়, ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়, যা পরে দেশব্যাপী আদর্শ নিয়োগ নীতিমালা হিসেবে অ্যাখ্যা পায়। সেই নিয়োগ নীতিমালা অনুযায়ী অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.৫ প্রাপ্তদের মধ্যে শুধু প্রথম থেকে সপ্তম স্থান অধিকারীরা শিক্ষকের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু ২০১৭ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান দায়িত্ব গ্রহণের পর ২০১৫ সালের শিক্ষক নিয়োগ নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনেন। আবেদন যোগ্যতা অনেকাংশেই শিথিল করা হয়। অনার্স ও মাস্টার্সের সিজিপিএ ৩.০০ পয়েন্ট হলেই আবেদন করার সুযোগ রাখা হয়েছিল।

//