ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন চবি শিক্ষার্থী নিশাত সুলতানা


CU Correspondent | Published: 2023-07-03 17:39:30 BdST | Updated: 2024-04-28 09:24:58 BdST

শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননা ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ পেয়েছেন নিশাত সুলতানা চৌধুরী। নিশাত সুলতানা ‘এক টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

সামাজিক উদ্যোগ ও মানবাধিকার ইস্যুতে কাজ করা ৯ থেকে ২৫ বছর বয়সী তরুণদের কাজের স্বীকৃতি দিতে ১৯৯৯ সালে ডায়ানা অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়। প্রিন্সেস ডায়ানার নামে তার দুই ছেলে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজ পরিবারের পক্ষে এ পুরস্কারটি প্রবর্তন করেন। প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে প্রতিষ্ঠিত এই পুরস্কারটি একই নামের দাতব্য সংস্থা কর্তৃক প্রদান করা হয় এবং তার দুই ছেলে এইচআরএইচ দ্য প্রিন্স অব ওয়েলস এবং ডিউক অব সাসেক্সের সমর্থন রয়েছে।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে নিশাত সুলতানা চৌধুরী বলেন, এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের জন্য এটা প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। দেশের হয়ে এরকম আন্তর্জাতিক অর্জন যেকোনো স্বেচ্ছাসেবী কাজের অগ্রগতি বাড়িয়ে দেয় নিঃসন্দেহে। আমাদের টিম এই অর্জনের ফলে আরও বেশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। এই অ্যাওয়ার্ডটি এক টাকায় শিক্ষার গ্রহণযোগ্যতা বাড়াতে এবং আরও বৃহৎ পরিসরে কাজ করতে সাহায্য করবে বলে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, আমাদের অর্জনের জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের উপর বিশ্বাস রেখে প্রতিনিয়ত প্রতিদিন ১ টাকা কিংবা মাসে ৩০ টাকা অনুদান দিয়ে এই কাজকে সচল রেখেছেন।

উল্লেখ্য, এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন টাকার অভাবে পড়তে না পারা শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে ২০১৭ সাল থেকে। ২০২০ জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড সহ আরো বেশ কয়টি সামাজিক স্বীকৃতি পেয়েছে এই সংগঠন।