আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সমন্বিত পরীক্ষা: শিক্ষামন্ত্রী


Desk report | Published: 2023-04-06 02:35:11 BdST | Updated: 2024-04-27 01:11:57 BdST

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে একক সমন্বিত পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়গণ ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর থেকেই একটি একক সমন্বিত পরীক্ষা নেয়ার। বিশ্বের বহু উন্নত দেশে যেভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেভাবে পরীক্ষা নেওয়া হবে। যেটি হয়তো বছরে একাধিকবার হবে। এখানে সকল ধারার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সে পরীক্ষার মাধ্যমে জাতীয় মেধা তালিকা তৈরি করা হবে। সে তালিকা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির ব্যবস্থা করবে। আমাদের মেডিকেল কলেজগুলোতে একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে পাবলিক, প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয় আসবে। কী পদ্ধতিতে, কী নামে হবে সকল খুঁটিনাটি ঠিক করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহসাই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেবে।

অনুষ্ঠানে মন্ত্রী সদর উপজেলার ৪০টি উচ্চ বিদ্যালয়ের ২৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।