সাংবাদিক স্বামীর বিরুদ্ধে সাংবাদিক স্ত্রীর যৌতুকের মামলা, ভ্রূণ হত্যার অভিযোগ


Dhaka | Published: 2020-05-12 08:07:21 BdST | Updated: 2024-03-29 03:32:27 BdST

সাংবাদিক রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে তার স্ত্রী সাজিদা ইসলাম ওরফে পারুল আক্তার যৌতুক, শারীরিক নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা করেছেন। পারুল নিজেও বেসরকারি একটি গণমাধ্যমে কর্মরত আছেন।

আজ সোমবার হাতিরঝিল থানায় এই মামলা দায়ের করেন বলে থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানিয়েছেন।

পারুল আক্তার জানান, প্রেমের সম্পর্ক থেকে গত ২ এপ্রিল তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি প্লাবনের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু প্রতিদানে নির্যাতন ছাড়া তার কাছে কিছুই পাননি। পেশায় সাংবাদিক হওয়ায় প্রায়শই দেখা ও কথাবর্তা হত এবং সেই সূত্রে ঘনিষ্ঠতা হয় তাদের। সেই ঘনিষ্ঠতার পর তার আগ্রহ ও অনুনয়ের পেক্ষিতে আমাদের মধ্যে প্রণয় হয় এবং পরে ২ এপ্রিল রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ হয়।

এ বিষয়ে প্লাবন জানান, গত ৩০ এপ্রিল পারুল আক্তারকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তিনি।

পারুলের বিরুদ্ধে অভিযোগ তুলে প্লাবন বলেন, শরীয়াহ মোতাবেক পূর্বে কোন বিবাহ বন্ধনে আবদ্ধ থাকলে সেটা স্বামী-স্ত্রী উভয়কেই অবগত করতে হয়। কিন্তু বিয়ের পরে আমি জানতে পারলাম, আমার স্ত্রীর আগে আরও একটি বিবাহ হয়েছে এবং আমার সঙ্গে তার দ্বিতীয় বিবাহ। এছাড়া সারা রাত জেগে ফোনালাপ, অন্যের সঙ্গে সম্পর্ক ও উচ্ছৃঙ্খল জীবনযাপনসহ নানা কারণে আমি তাকে ডিভোর্স দিয়েছি। এই বিষয়গুলো আমি তালাকের নোটিশেও উল্লেখ করেছি।

//