রাবির নতুন সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক রেজাউল ও নিজাম


Abu Saleh Shoeb | Published: 2024-11-20 20:01:34 BdST | Updated: 2025-01-19 23:15:47 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিন্ডিকেটে নতুন দুই সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২ ও আরবী বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দীনকে দুই বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

আজ বুধবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

নিয়োগ পত্রে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ২৩(১)(এইচ) ও ২৩(৩) ধারা অনুযায়ী সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২ ও আরবী বিভাগের প্রফেসর মো. নিজাম উদ্দীনকে দুই বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর এই নিয়োগ প্রদান করেন।