বিশ্বের ৩৫ লাখ শরণার্থী শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না: জাতিসংঘ


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-13 00:44:53 BdST | Updated: 2025-05-24 19:39:09 BdST

জাতিসংঘ শরণার্থী সংস্থা মঙ্গলবার জানিয়েছে, বিশ্বের প্রায় ৩৫ লাখ শরণার্থী শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এ সংখ্যা বিশ্বের মোট শরণার্থী শিশুর অর্ধেকের বেশী। ফলে তারা শরণার্থী শিশুদের জন্য বড় ধরণের অর্থ সহায়তার আহবান জানিয়েছে।

সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, পাঁচ থেকে ১৭ বছর বয়সী বিশ্বের মোট ৬৪ লাখ শরণার্থী শিশুর মধ্যে প্রায় ৩৫ লাখ শিশু গতবছর একদিনও স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। তবে এর আগের বছরের তুলনায় এ ক্ষেত্রে সামান্য অগ্রগতি হয়েছে। কেননা, ওই বছর স্কুলে যেতে না পারা শরণার্থী শিশুর সংখ্যা ছিল প্রায় ৩৭ লাখ।

ওই প্রতিবেদনে ইউএসএইচসিআর প্রধান ফিলিপো গ্রান্ডি বলেন, শরণার্থী থাকা দেশগুলোর টেকসই উন্নয়ন ও শান্তির জন্যে এসব শরণার্থী শিশুর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে জাতিসংঘের এ সংস্থা শরণার্থী শিক্ষা খাতে জরুরি ভিত্তিতে বিনিয়োগ বাড়াতে দাতা দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।

বিজ্ঞাপন

টিআই/ ১২ সেপ্টেম্বর ২০১৭