চবির ভর্তি পরীক্ষা শুরু ১ মার্চ, থাকছে সেকেন্ড টাইম


CU Correspondent | Published: 2024-11-20 21:29:37 BdST | Updated: 2024-12-04 03:59:21 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ থেকে শুরু হবে, যা চলবে ২২ মার্চ পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২০ নভেম্বর) ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো- এবারও চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চবি ক্যাম্পাসে থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি। এবারও সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে। গতবছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হয়েছিল, যা অনেক বেশি। এবার সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে। এছাড়া বি-২ নামে নতুন একটি উপ-ইউনিট করা হয়েছে। এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হচ্ছে। আমরা দু’টি থেকে অভিযোগ পেয়েছি এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কিছু অংশ আরবি পড়তেই জানেন না। এজন্য তাদের কথা বিবেচনা করে এই নতুন একটি উপ-ইউনিট (বি-২) করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, তাই আমরা সময়টা পরিবর্তন করেছি। শিক্ষার্থীরা বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন দুপুর ১২টায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর ১টায় তাদের পরীক্ষা শেষ হবে। আমরা আশা করছি এবারের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। এই চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি।

‘বি’ ইউনিটের অধীনে রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদ। আসন রয়েছে ১ হাজার ২২১টি। অন্যদিকে ‘বি-১’ উপ-ইউনিট (চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগ নিয়ে গঠিত) আসন রয়েছে ১২৫টি।

ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি।

সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি। অন্যদিকে ‘ডি-১’ উপ-ইউনিটে আসন ৩০টি।

পরীক্ষার সূচি:

আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিট, বি-২ উপ-ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে দ্রুতই জানানো হবে।