চবি ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির নতুন কর্মসূচি


CU Correspondent | Published: 2024-01-14 08:51:59 BdST | Updated: 2024-04-28 01:33:53 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে আজ রোববার (১৪ জানুয়ারি) থেকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) পর্যন্ত মোট তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি।

শনিবার (১৩ জানুয়ারি) চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সম্মানিত শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালিত ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক সমিতি লিখিত ও মৌখিকভাবে ভিসি ও প্রো-ভিসি মহোদয়কে বিভিন্ন দাবি জানিয়ে আসছিলো। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর পর্যন্ত আইন ও বাংলা বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অনুষ্ঠেয় নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে ভিসির সাথে সাক্ষাৎ ও উদ্ভূত চরম অনাকাঙ্থিত পরিস্থিতিতে শিক্ষক সমিতির উদ্যোগে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালিত হয়ে আসছিলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শীতকালীন ছুটি এবং ০৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরিপ্রেক্ষিতে উক্ত আন্দোলন কর্মসূচি বিগত ২২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত ছিল। এমতাবস্থায়, ০৯ জানুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর জরুরি সভায় ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে নিম্নোক্ত আন্দোলন। কর্মসূচি ঘোষণা করার এবং দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী আন্দোলন কর্মসুচি নির্ধারণ ও ঘোষণার জন্য শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।

আন্দোলন কর্মসূচীর তারিখ ও স্থান
১৪ জানুয়ারি (রোববার) সকাল ১১ টা থেকে-দুপুর ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে, ১৫ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে, ১৬ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে।