ভাঙ্গা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস চান ঢাবি শিক্ষার্থীরা


DU Correspondent | Published: 2022-07-01 23:26:23 BdST | Updated: 2024-03-19 14:06:30 BdST

বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু চালু হয়েছে গত ২৫ জুন। এর মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের কাছে এ বিষয়ে আবেদন জানিয়েছেন ঢাবিতে অধ্যয়নরত ফরিদপুরের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তারা লিখিত আবেদন জানান।

এতে বলা হয়, গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যোগাযোগ স্থাপন হয়। পদ্মা সেতু চালু হওয়ার ফলে সারাদেশের সঙ্গে দক্ষিণবঙ্গের মানুষের চলাচল সহজ হয়েছে। পদ্মা সেতু পার হলেই ফরিদপুর জেলা। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কারণে এখন কোনো যানজটও নেই। তাই ফরিদপুর জেলার শিক্ষার্থীরা চান ওখান থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে। ফরিদপুর পর্যন্ত বাস চালু হলে ওই জেলাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার শিক্ষার্থীরাও পদ্মা সেতু পার হয়ে ক্লাস করতে পারবেন।

বর্তমানে মাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস (লাল বাস) চলাচল করে। এখন মাওয়া থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত বাস চালুর দাবি জানিয়েছেন ওই জেলার শিক্ষার্থীরা। এটি চালু হলে শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি থেকে যাতায়াত করতে পারবেন।

ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শিহাবুল রিজওয়ান জানান, এটি আমাদের যৌক্তিক দাবি। এ দাবি পূরণ হলে দক্ষিণবঙ্গের শিক্ষার্থীরা ভিসি স্যারের প্রতি কৃতজ্ঞ থাকবে।

ফরিদপুর জেলার ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার নাজিম শাওন জানান, এই বাস চালুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২১টি জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে। আমরা নতুন কোনো রুট চাইনি, যে বাসটা মাওয়া পর্যন্ত রয়েছে সেটি যেন ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করে সেই তার দাবি জানিয়েছি। ভাঙ্গা গোলচত্বর পর্যন্ত ঢাবির লাল বাস চালু হলে ওই এলাকার ঢাবি শিক্ষার্থীরা পদ্মা সেতুর সুফল ভোগ করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাঙ্গা গোলচত্বর পর্যন্ত দূরত্ব মাত্র ৭৮ কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগবে দেড় ঘণ্টা। ঢাবি ক্যাম্পাস থেকে নরসিংদী, গাজীপুর, ওয়ারী বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের বাস চালু রয়েছে। ফলে ভাঙ্গা পর্যন্ত বাস চালু করাকে যৌক্তিক বলে দাবি করছেন ওই এলাকার শিক্ষার্থীরা।

//