বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রতিযোগিতার উদ্বোধন


Desk report | Published: 2022-12-16 06:27:54 BdST | Updated: 2024-03-29 19:46:25 BdST

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, এ দেয়ালিকা প্রদর্শনীর উদ্দেশ্য হলো বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আবর্তে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটানো। সেই আলোকে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সমগ্র দেশের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার সম্প্রসারণে দৃষ্টান্ত হয়ে থাকবে।

আমাদের এ শিক্ষার্থীরাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আবদান রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যাতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপাচার্য দেয়ালিকা প্রদর্শনী ঘুরে দেখেন।

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ অংশগ্রহণ করে।

এদিকে দুপর ১২টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতারও উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

//